নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শ্রীলংকাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেয়েছে। এই নিয়ে মোট ১৫০ মিলিয়ন ডলারের মতো ফেরত পেল বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, দেশটিকে ২০২১ সালে ৪ কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। ১ বছর মেয়াদি ঋণের মেয়াদ গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে।
আরও পড়ুন: ভ্যাট আদায়ে ২২% প্রবৃদ্ধি
এর পর ৩ মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে বাংলাদেশ লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পেয়েছে।
মুদ্রাবিনিময় চুক্তি অনুযায়ী, ২০২১ সালের ১৯ আগস্ট শ্রীলংকাকে ১ম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট ২য় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে ৩য় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
সান নিউজ/এএ