নিজস্ব প্রতিনিধি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ চলতি অর্থবছরের জুলাই মাসের রাজস্বের হিসাবে সর্বাধিত ২২% প্রবৃদ্ধি অর্জন করেছে। জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যাট এসেছে সিগারেট খাত থেকে।
আরও পড়ুন: সিন্ডিকেট আছে, ভাঙবো বলিনি
বুধবার (৩০ আগস্ট) এনবিআরের ভ্যাট বিভাগ ভ্যাট অর্জনের তথ্য জানিয়েছে।
এনবিআরের ভ্যাট, কাস্টমস ও আয়কর এই ৩ বিভাগ মিলিয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫.৩৮%। আর এনবিআরের ৩ অনুবিভাগের মধ্যে কাস্টমস অনুবিভাগ প্রবৃদ্ধি ১৩.৭০% এবং আয়করে ৯.৬৫% অর্জন করেছে।
চলতি জুলাই মাসে পরিসংখ্যান বিভাগের তথ্যানুযায়ী অর্থ-বছরের ভ্যাট আদায় হয়েছে ৭ হাজার ৬৫৪ কোটি টাকা। যা কি না ২০২২-২৩ অর্থ বছরের জুলাইতে আদায় ছিল ৬ হাজার ২৯৯ কোটি টাকা। ভ্যাট বেশি আদায় হয়েছে মোট ১ হাজার ৩৫৫ কোটি টাকা।
আরও পড়ুন: সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করুন
ভ্যাট বাস্তবায়ন ও আইটি বিভাগের সদস্য ড. মইনুল খান চলতি বছরের জুলাই মাসের ভ্যাট সংগ্রহের এ উঁচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশা করেছেন।
জুলাই মাসে এলটিইউ ভ্যাট কমিশনারেট ভ্যাট আদায়ে শীর্ষে রয়েছে। এলটিইউর মোট ভ্যাট আদায় ৩ হাজার ৫৬১ কোটি টাকা। আগের তুলনায় যা ৮৬০ কোটি টাকা বেশি। এই কমিশনারেটের প্রবৃদ্ধি হয়েছে ৩১.৮৬ %। যা সাম্প্রতিক সময়ের ভ্যাট আহরণের রেকর্ড।
কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, রংপুর ও যশোর কমিশনারেট চলতি অর্থবছরের জুলাই মাসে তুলনামূলক ভালো করেছে। এদের সবার প্রবৃদ্ধি ডাবল ডিজিটের।
আরও পড়ুন: ডাব ব্যবসায়ীদের লাগবে ট্রেড লাইসেন্স
সিগারেট খাত থেকে জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যাট আহরণ হয়েছে। এই খাতে মোট আদায় ১ হাজার ২১১ কোটি টাকা, যা আগের তুলনায় ২৫.৯২% বেশি। অন্য বড় খাত হচ্ছে মোবাইল অপারেটর, পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম পণ্য, সিরামিক টাইলস, বাণিজ্যিক ফ্লোর স্পেস ও প্রকিউরমেন্ট সেবা।
এছাড়াও মিষ্টির দোকানের ভ্যাট আদায়ও বেড়েছে ২৮%। চলতি অর্থবছরের বাজেটে মিষ্টি খাতে ভ্যাট ১৫ থেকে ৭.৫ % এ হ্রাস করা হয়। তা সত্ত্বেও এ খাতে ভ্যাট আদায় কমেনি, বরং বেড়েছে। এনবিআর মনে করছেন মাঠ পর্যায়ের ভ্যাট কর্মকর্তাদের তৎপরতা ও তদারকি অনেক বেড়েছে বলে।
সান নিউজ/এএ