নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার অধিকাংশ বাজারে আবারও কাঁচা মরিচের দাম বেড়েছে। খুচরায় প্রতি কেজি মরিচ ৪০০ টাকা বিক্রি করছেন বিক্রেতারা। গত দুইদিন যে মরিচের দাম নেমেছিল ৩০০ থেকে ৩২০ টাকায়।
আরও পড়ুন: তেল-চিনিতে অস্বস্তি, কমছে মাছের দাম
রাজধানীর পাইকারি বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ টাকা দরে বিক্রি হয়েছিল। যা শনিবার এসে হয়েছে ৩২০ টাকা। ফলে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকার বেশী।
রামপুরা বাজারের এক মরিচ বিক্রেতা বলেন, যারা আজ মরিচ কিনেছেন তারা বেশি দামে বিক্রি করছেন। কারণ পাইকারিতে দাম বেড়েছে। তবে যাদের মরিচ গতকালের তারা কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন।
আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হয়েছে। ঈদের পর তা কমে ২০০ টাকায় নেমেছিল, এখন আবার বাড়ছে।
দেশে মূলত আমদানি করা মরিচের চেয়ে চাষিদের উৎপাদিত কাঁচা মরিচ দিয়েই চাহিদা মেটে। এ বছর প্রচণ্ড খরার কারণেও মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।
আরও পড়ুন: দামের দায় আমাদের ঘাড়েই আসে
তবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি কমে যাওয়া ও দেশে সরবরাহ না বাড়ায় নতুন করে দাম বেড়েছে
সান নিউজ/আর