সান নিউজ ডেস্ক : আজ থেকে সয়াবিন ও অন্যান্য ভোজ্য তেলের দাম কমছে।
মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন : ১৩ জেলায় ঝড়ের আভাস
বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সাথে আলোচনার পর এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়, বুধবার (১২ জুলাই) থেকে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা কমে ১৫৯ টাকায় বিক্রি হবে।
আরও পড়ুন : ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
বিভিওআরভিএমএ জানায়, সয়াবিন তেলের ৫ লিটার বোতলের নতুন দাম ৮৭৩ টাকা, যা আগের দাম থেকে ৪৩ টাকা কম।
এছাড়া পাম তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমে ১২৮ টাকা ও বোতলজাত পাম তেলের দাম লিটার প্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা করা হয়েছে।
সান নিউজ/এনজে