নিজস্ব প্রতিনিধি: বাজারে যখন কাঁচা মরিচের আকাশচুম্বী দাম। তখন সেই খবরে আরও মাত্রা যোগ করলো ঝিনাইদহের শৈলকুপা। এই হাটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে এক হাজার টাকা দরে।
আরও পড়ুন: ঈদের ২য় দিনে কাঁচা মরিচ ৬০০ টাকা!
শনিবার (১ জুলাই) হাটটিতে দেখা গেছে, বিক্রেতারা প্রতি কেজি মরিচ এক হাজার টাকা দাম হাঁকাচ্ছেন।
দেশের অন্যতম কাঁচা মরিচ উৎপাদনকারী এ এলাকা ঘুরে দেখা গেছে, সকালে দাম ছিল প্রতি কেজি ৮০০ টাকা। আর খুচরা বাজারে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম চাচ্ছেন।
আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শৈলকুপা বাজারের কাঁচামাল ব্যবসায়ী ইউনুস আলী জানান, তিনি প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচা মরিচ বিক্রি করেন। শনিবার তিনি ১০ কেজিও মরিচ কিনতে পারেননি। যা পেয়েছেন, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন।
জেলার গোবিন্দপুর গ্রামের চাষি আদালাত হোসেন জানান, এবার মরিচ কম ধরছে। ফুল পচে যাচ্ছে। শনিবার ২ কেজি মরিচ হাটে এনেছেন তিনি। ৮০০ টাকা কেজি দরে সেগুলো বিক্রি করেছেন বলে জানান তিনি।
সান নিউজ/আর