নিজস্ব প্রতিবেদক:
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ানো হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক আবেদনের পেক্ষিতে মেলার মেয়াদ চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ঢাকার দুই সিটির নির্বাচনের জন্য আগামী ৩১ জানুয়ারী এবং ১লা ফেব্রুয়ারী মেলা বন্ধ থাকবে। রোববার মেলা আট দিন বাড়ানোর প্রস্তাব করেছিল ব্যবসায়ীরা। এবার মেলার সমাপনী অনুষ্ঠান হবে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসর। এ মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন (১০ জানুয়ারি) বাণিজ্য মেলা বন্ধ রাখা হয়।