নিজস্ব প্রতিবেদক : রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের তৈরি পোশাকপণ্য যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপের বাজারে রফতানি বেড়েছে। পক্ষান্তরে রফতানি কমেছে যুক্তরাষ্ট্রের বাজারে।
আরও পড়ুন : পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড
ইপিবির চলতি অর্থবছরের জুলাই-এপ্রিলের জন্য দেশভিত্তিক রফতানির তথ্য অনুযায়ী, প্রথম ১০ মাসের তৈরি পোশাক রফতানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.০৯ শতাংশ প্রবৃদ্ধিসহ ৩৮.৫৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
গত ১০ মাসে তৈরি পোশাকপণ্য যুক্তরাজ্যের বাজারে রফতানি বেড়েছে ১০.৮৮ শতাংশ, কানাডার বাজারে বেড়েছে ১৬.০৯ শতাংশ এবং ইউরোপের বাজারে বেড়েছে ৮.৫৮ শতাংশ। অন্যদিকে যুক্তরাজ্যের বাজারে কমেছে ৭.১৩ শতাংশ পণ্য।
আরও পড়ুন : সিডরের মতোই শক্তিশালী ‘মোখা’
এ সময়ের মধ্যে ইইউ’তে আমাদের রফতানি ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় ৮.৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইইউ অঞ্চলের প্রধান বাজারগুলোর মধ্যে জার্মানিতে রফতানি উল্লিখিত সময়ে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৭.৩৩ শতাংশ কমে পেয়ে ৫.৫৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
ফ্রান্স এবং স্পেনে আমাদের পোশাক রফতানি ছিল যথাক্রমে ২.৪০ বিলিয়ন মার্কিন ডলার ও ২.৯৫ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২২.২১ শতাংশ এবং ১৬.৬৯ শতাংশ।
আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
ইতালিও ৪২.৪০ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধির প্রবণতা দেখিয়েছে এবং ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এছাড়া বুলগেরিয়া এবং পোল্যান্ডে আমাদের রফতানি বছরওয়ারিভাবে যথাক্রমে ৪৬.৪৩ শতাংশ এবং ১৭.৫৯ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি দেখিয়েছে।
হতাশাব্যাঞ্জক প্রবণতা অনুসরণ করে ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রফতানিতে ৭.১৩ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে এবং ৬.৯৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
আরও পড়ুন : বেড়েছে পেঁয়াজের দাম
অপরদিকে যুক্তরাজ্য এবং কানাডায়, উভয় বাজারে রফতানিতে যথাক্রমে ১০.৮৮ শতাংশ এবং ১৬.০৯ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে অপ্রচলিত বাজারে দেশের পোশাক রফতানি ৩০.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
আরও পড়ুন : সবজির দাম আকাশ ছোঁয়া!
এ বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো প্রধান বাজারগুলোতে আমাদের রফতানি ছিল যথাক্রমে ১.৩২ বিলিয়ন, ৯৬১.৩০ মিলিয়ন, ৮৮৯.০৬ মিলিয়ন এবং ৪৭৭.৮১ মিলিয়ন মার্কিন ডলার।
সান নিউজ/এনজে