সান নিউজ ডেস্ক: ধারাবহিকভাবে বৃদ্ধি পেয়েছে দেশের প্রধান পুঁজিবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন। মঙ্গলবার (২৫-০৪-২৩) ডিএসইতে লেনদেন হয় ৭১৩ কোটি ১৫ লাখ টাকা। যা গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন: লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এদিকে মঙ্গলবারের লেনদেনে ইতিবাচক ধারা অব্যাহত ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৩ টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত ছিল ২০৬ টির।
ডিএসই লেনদেনের শীর্ষে ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। এ কোম্পানিটির ৪৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৩ লাখ টাকার।
আরও পড়ুন: জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এদিকে শেয়ারের দর বৃদ্ধির শীর্ষে ছিল হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। এ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।
দর পতনের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৪ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম লাইফ ইনস্যুরেন্সের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ।
সান নিউজ/আর