সান নিউজ ডেস্ক: বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি জানিয়েছে, বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটের ধ্বংসস্তূপ সরানো শেষে আগামী বুধবার থেকে দোকান বসানো হবে।
আরও পড়ুন: প্রথম আলো গণতন্ত্রের শত্রু
সোমবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানান সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
তিনি বলেন, শুক্রবার থেকে পুড়ে যাওয়া মালামাল সরানো এবং পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। আজকে পুরো বঙ্গবাজারে পরিচ্ছন্নতার কাজ চলছে। আগামীকালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। বুধবার দুপুর ১২টায় আমরা ব্যবসায়ীদের দোকান নিয়ে বসাবো। সবাই সাড়ে তিন ফুট ও পাঁচ ফুট পরিমাণ একটা করে দোকান পাবে। নির্দিষ্ট আয়তনের চৌকি তৈরির কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, যাদের দুটি কিংবা পাঁচটি দোকান ছিল তারাও একটি করে দোকান পাবে। অস্থায়ীভাবে বসানো দোকান উদ্বোধনের জন্য মেয়র মহোদয়কে আমরা অনুরোধ করেছি। তার মাধ্যমেই আমরা এখানে বুধবার দোকান বসাবো।
আরও পড়ুন: ভারতে গাছচাপায় নিহত ৭
ব্যবসায়ীদের তালিকার বিষয়ে এসময় তিনি বলেন, আমরা সিটি করপোরেশনকে ২ হাজার ৯৬১ জনের একটি তালিকা দিয়েছি। আজকের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা দিতে বলেছেন মেয়র মহোদয়। আশা করি আজকের মধ্যে এই পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়ে যাবে।
সান নিউজ/এনকে