নিজস্ব প্রতিবেদক: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ।
আরও পড়ুন: ভারতে ২ বাংলাদেশি আটক
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে অন্য ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। সোমবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান কেন্দ্রে চেক হস্তান্তর করেন তিনি। এসময় অনুদানের চেক গ্রহণ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ বলেন, আমার এক ভাই দেশের বাইর থেকে ফোন দিয়ে বললেন ঈদে আমি অন্য একটি দেশে ঘুরতে যেতাম। ঘুরতে যাওয়ায় যেই টাকা খরচ হতো সেই টাকা আমি বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দিতে চাই। পরে আমাদের পরিবার থেকেও সিদ্ধান্ত নিলাম আমরাও ঈদে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। সেই টাকা আমরা এবার ঘুরতে না গিয়ে ব্যবসায়ীদের দিয়ে দেবো। পরিবারের ঘুরতে যাওয়ার খরচটাই ব্যবসায়ীদের দিয়েছি। ২০ লাখ টাকার একটি চেক দিয়েছি।
আরও পড়ুন: জলদস্যুদের হামলায় জেলে নিহত
তিনি বলেন, ব্যবসায়ীদের বিপদে অন্যরা না আসলেও ব্যবসায়ীদের অন্তত এগিয়ে আসা উচিত। দেশে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে। আমি আহ্বান জানাবো এবার আপনাদের ঈদের ঘুরতে যাওয়ার যেই খরচ সেটা ব্যবসায়ীদের দিয়ে সহযোগিতা করুন। ঈদের কেনাকাটা কমিয়ে তাদের সহযোগিতা করলে তারা হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে।
এদিকে আজ সকালে আরও দুই নারী ৯১ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এছাড়া অনেকেই ২ হাজার, ৫ হাজারসহ বিভিন্ন ধরনের অনুদান পাঠাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সান নিউজ/এনকে