বাণিজ্য

পান-সিগারেটের দামে চামড়া!

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: শঙ্কা থাকলেও চামড়া কেনা শুরু করেছেন বরিশালের পাইকারি চামড়া ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় ৫০ টাকা বাড়ানো হয়েছে গরুর প্রতিপিস চামড়ায়। তবে ছাগলের চামড়া কেনা হচ্ছে পান-সিগারেটের দামে।

সরেজমিনে নগরীর পদ্মাবতী ট্যানারি শিল্প এলাকায় গেলে ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার (১ আগস্ট) সকাল থেকেই মৌসুমী চামড়া ব্যবসায়ীদের নিয়ে আসা চামড়া কেনা শুরু করেন সেখানকার পাইকারি ব্যবসায়ীরা।

গত বছরের ঈদ-উল-আযহায় গরুর চামড়া ১৮০ টাকা থেকে ৩০০ টাকায় কেনা হয়। কিন্তু এ বছর দাম বাড়ানো হয়েছে। ৫০ টাকা বাড়িয়ে ২০০ থেকে ৩৫০ টাকায় কিনছেন পাইকাররা। ছাগলের চামড়ার দাম দিচ্ছেন চা-সিগারেটের টাকা।

মৌসুমী চামড়া বিক্রেতা আনিস বলেন, ‘নলছিটি থেকে চামড়া নিয়ে এসেছি। গরুর চামড়ার যাও দাম পেয়েছি, ছাগলের চামড়ার কোনো দামই দিলেন না। ছাগলের চামড়া দিলে ১০ টাকা ২০ টাকা দিয়ে বলেন, ‘নে পান-সিগারেট খাইস।’

পদ্মাবতীর পাইকারি চামড়া ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, ‘আমরা ২০০ থেকে সর্বোচ্চ ৩৫০ টাকা দরে গরুর চামড়া কিনছি। এর চেয়ে বেশি দামে কেনা যাচ্ছে না।’

এই ব্যবসায়ী দাবি করেন, গত বছরের চেয়ে এ বছর চামড়ার দাম অনেক বেশি। গত বছর চামড়া প্রতি আমরা ১৮০ থেকে ২৫০ টাকা দিয়েছি। যা এ বছর অনেক বেড়ে গেছে। গত বছর সবচেয়ে ভালো চামড়াপ্রতি দিয়েছি ৩০০ টাকা, যা এ বছর বেড়ে ৩৫০ টাকা হয়েছে। সব মিলিয়ে চামড়ার দাম কিছুটা হলেও বাড়তি দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘এই চামড়ার পেছনে আমাদের আরও ২০০ থেকে ২৫০ টাকা খরচ রয়েছে। এর চেয়ে বেশি দাম দিয়ে কিনলে ক্ষতির মুখে পড়তে হবে।’

মৌসুমি চামড়া ব্যবসায়ীরা এ দামে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, ‘এলাকা থেকেই আমরা বড় গরুর চামড়া বেশি টাকা করে কিনেছি। এখানে তারা যে দাম বলছেন, এতে করে আমাদের মুনাফাও থাকবে না।’

বরিশাল চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান শাহিন বলেন, ট্যানারি মালিক বা ব্যবসায়ীদের কাছে বরিশালের চামড়া ব্যবসায়ীদের লাখ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। প্রতি বছর কোরবানির আগে ট্যানারি ব্যবসায়ীরা কিছু টাকা দিলেও এবারে খালি হাতেই ফিরিয়ে দিয়েছেন। তাই নতুন করে দেনাগ্রস্ত হতে রাজি হননি অনেকেই। এজন্য তিনিসহ বহু ব্যবসায়ী এবার চামড়া কেনা থেকে বিরত রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বরিশালে ২০/২২ জন চামড়ার পাইকারি ব্যবসায়ী ছিলেন। তারা স্থানীয়ভাবে চামড়া সংগ্রহ করে ঢাকায় পাঠাতেন। কিন্তু দিনে দিনে চামড়ার দর পতন অব্যাহত থাকায় এবং ট্যানারি মালিকদের কাছে টাকা আটকে যাওয়ায় বর্তমানে চামড়া ব্যবসায়ীর সংখ্যা পাঁচজনের নিচে। এবার মাত্র দুই তিনজন চামড়া সংগ্রহ করেছেন। ফলে স্থানীয় বাজার থেকে আমাদের চামড়া সংগ্রহ কমে গেছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত...

অটোরিকশার বিষয়ে যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সম...

পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি পেপার মিলে অগ্...

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা