নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: ‘ছাগল পালনে অর্থ আয়, খাদ্য পুষ্টি সবই যোগায়’- স্লোগানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ‘ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন সম্প্রসারণ’ প্রকল্পের সহযোগিতায় বুধবার (২২ জুলাই) শহরের টেপাখোলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে মেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ্ মো. আহসানের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্যা। বক্তব্য দেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন নন্দী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল আহাদ, মা মনি ছাগল খামার মালিক এম এম বি জামান সেন্টু, ফরিদপুর ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মীর কাশেম আলী, আব্দুল মান্নান প্রমুখ।
মেলায় ২০ জন খামারি অংশ নেন। মেলা শেষে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সান নিউজ/ এআর