সান নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি বাজারে অর্ধেকে নেমেছে প্রতিটি সবজির দাম। কয়েকদিন আবহাওয়া ভাল থাকায় সবজির উৎপাদন বেশি, ফলে দামও অনেক কমে গেছে বলছেন সবজি ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষ।
আরও পড়ুন: কমেছে সবজির দাম
শনিবার (২০ আগস্ট) সকালে হিলির সবজি বাজার ঘুরে জানা যায়, গত এক সপ্তাহ আগে প্রতিটি সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছিলো। বর্তমান অর্ধেকে নেমেছে এসব সবজির দাম।
প্রকার ভেদে ৬০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। ১০০ টাকার করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। এ ছাড়া ৪০ টাকার ঢেঁড়স ২৫ টাকা, ৬০ টাকার কাকরোল ৪০ টাকা, ১৬০ টাকার টমেটো ১২০ টাকা, ৬০ টাকার মুলাই ৪০ টাকা, ৪০ টাকার পেঁপে ২০ টাকা, ১০০ টাকার বাঁধা কপি ৬০ টাকা ও ১৬০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা এক ক্রেতা বলেন, গত সপ্তাহে সবজির বাজারে আগুন লেগেছিলো। প্রতিটি সবজির দাম দ্বিগুণ বেড়েছিলো। তবে আজ প্রায় সব সবজির দাম অর্ধেক কমে গেছে।
আরও পড়ুন: ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ
আরেক ক্রেতা বলেন, শুধু সবজির দাম কমলে তো আর হবে না। তেল চালসহ অন্যান্য জিনিসপাতির দামও কমতে হবে। তবে যাই হউক সবজির দাম কমাতে আমাদের মতো গরীব মানুষের অনেক উপকার হচ্ছে।
হিলি বাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, কিছুদিন আগে কয়েকদিনের টানা বর্ষণে কৃষকের অনেক সবজির আবাদ নষ্ট হয়েছিলো। তাই দামও বৃদ্ধি পেয়েছিলো। কয়েকদিন ধরে আবহাওয়া শুষ্ক থাকায় কৃষকের সবজির ক্ষেতে উৎপাদন বেড়েছে। পাশাপাশি দামও অনেক কমে গেছে।
সান নিউজ/এনকে