সান নিউজ ডেস্ক: বাজারে বোতলজাত এক লিটার পানির দাম বিশ টাকা অন্যদিকে এক কেজি পেঁয়াজের দামও বিশ টাকা। দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকায় কমে গেছে পেঁয়াজের দাম।
আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত
প্রকার ভেদে ২৪ টাকার ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। কমতে শুরু করেছে দেশি পেঁয়াজেরও দামও।
শনিবার (২৩ জুলাই) বিকেলে হিলি বন্দর বাজার ঘুরে দেখা যায়, তিন দিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা। তিন দিন আগে যে পেঁয়াজ ২৪ টাকা পাইকারি ছিলো, আবার খুচরা বিক্রি হয়েছিলো ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। আজ তা পাইকারি হচ্ছে ২০ টাকা কেজি, তা আবার খুচরা বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে।
এদিকে ৪০ টাকা কেজি দরের দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় স্বস্তি পাচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
আরও পড়ুন: ইরানে আকস্মিক বন্যায় নিহত ২২
বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, কোরবানির ঈদের আগেও পেঁয়াজের দাম অনেকটা কম ছিলো, তাই বেশি করে নিয়েছিলাম। এখন বাজারে দেখছি পেঁয়াজের দাম আরও কম। তাই ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনলাম।
হিলি পেঁয়াজ বাজারের পাইকারি এক ব্যবসায়ী বলেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি স্বাভাবিক আছে। যার কারণে পেঁয়াজের বাজার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। আমরা পাইকারি ২০ কেজি বিক্রি করছি। আবার দেশি পেঁয়াজের দামও কমে যাচ্ছে, ৩৫ টাকা কেজি পাইকারি দিচ্ছি।
সান নিউজ/এনকে