নিজস্ব প্রতিবেদক:
কলকাতা থেকে আজ মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে জাহাজ ‘এমভি সেজুঁতি’র। আশা করা হচ্ছে, জাহাজটি আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম বন্দরে এসে পৌছাবে। এটা বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্টের ট্রায়াল রান।
চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহনের জন্য এ ‘ট্রায়াল রান’ শুরু হচ্ছে।
দুপুরে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের উন্নয়নে মালপত্র পরিবহনের জন্য করা ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর ব্যবহার শুরু হচ্ছে। এমভি সেঁজুতি নামে একটি জাহাজ এরইমধ্যে চট্টগ্রাম বন্দর থেকে কলকাতায় পৌঁছেছে। আজ জাহাজটি ট্রান্সশিপমেন্ট পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে।
ওমর ফারুক আরো বলেন, এমভি সেঁজুতি প্রথম ট্রায়াল রানে চারটি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসবে। নিয়ম অনুসারে বন্দর কর্তৃপক্ষ ট্রান্সশিপমেন্টের জন্য বন্দর চার্জ আদায় করবে।
এর বাইরে রাজস্ব বোর্ডের শুল্ক, সড়ক ব্যবহার ও নিরাপত্তার জন্য যেসব মাশুল নির্ধারিত আছে, সেগুলোও আদায় করা হবে।
জানা গেছে, ভারত তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে। এই রুটটি নিয়মিত করতে ট্রায়ালের অংশ হিসেবে এবারের এই ট্রান্সশিপমেন্ট।
জাহাজটি ১৬ জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছলে জাহাজের মালপত্র কুমিল্লার বিবিরবাজার অথবা আখাউড়ার সড়ক পথ দিয়ে ভারতের আগরতলায় পৌঁছাবে।
এই ট্রায়াল রানে কী কী সমস্যা হতে পারে সেগুলো চিহ্নিত করে তা সংশোধনের পর নিয়মিতভাবে এ রুট চালু করা হবে।
সান নিউজ/সালি