সান নিউজ ডেস্ক: ৪৩ শতাংশ কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। সরকার ঈদুল আজহার ছুটির আগেই বেতন ও বোনাস পরিশোধ করতে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মানেনি। এতে ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে চরম বিপাকে পড়েছেন এসব কারখানার কয়েক হাজার শ্রমিক।
আরও পড়ুন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন
বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের আগের শেষ কর্মদিবস পর্যন্ত ৪৩ শতাংশেরও বেশি কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এছাড়া বোনাসও দেয়নি ১৫ শতাংশ কারখানা।
শিল্প পুলিশের তথ্য মতে, ঈদের আগের শেষ কার্মদিবস বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত ৮ হাজার ৯৯৫টি কারখানার মধ্যে ৫ হাজার ৮৮টি কারখানা বেতন পরিশোধ করেছে। যা শতাংশের হিসেবে দাঁড়ায় ৫৬ দশমিক ৫৬ শতাংশ। বাকি ৩ হাজার ৯০৭টি (৪৩ দশমিক ৪৪ শতাংশ) কারখানা এখন বেতন পরিশোধ করেনি। এছাড়া বোনাস দেয়নি ১৫ শতাংশ কারখানা।
নাম প্রকাশ না করার শর্তে শিল্পাঞ্চলের এক কর্মকর্তা গনমাদ্ধমকে বলেন, বিকেল ৫টা পর্যন্ত মোট ৫৬ দশমিক ৫৬ শতাংশ কারখানা শ্রমিকের বেতন পরিশোধ করার তথ্য আমরা পেয়েছি। বেশ কিছু কারখানায় এখনো বেতন পরিশোধ করা হচ্ছে। রাত ৮টার পর আজকের সর্বমোট তথ্য জানা যণমাধ্মোযম
ট কারখানার (৮ হাজার ৯৯৫টি) মধ্যে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত কারখানার সংখ্যা ২ হাজার ২৪টি। এসব প্রতিষ্ঠান এরই মধ্যে শতভাগ বেতন ও বোনাস পরিশোধ করেছে বলে দাবি করেছে বিজিএমইএ।
আরও পড়ুন : পদত্যাগ করলেন বরিস
এ বিষয়ে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল ঢাকা পোস্টকে বলেন, আমার জানা মতে বিজিএমইএর সদস্যভুক্ত সব কারখানা শ্রমিকদের বেতন-বোনাস দিয়েছে। ৮টি কারখানায় বেতন বাকি ছিল, সেগুলোতে বেতন ভাতা পরিশোধের চেষ্টা করা হচ্ছে।
সান নিউজ/এসআই