নিজস্ব প্রতিবেদক: দেশে আমদানির সঙ্গে সঙ্গতি রেখে রফতানি না বাড়ায় বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ অর্থবছরের প্রথম আট মাসে বাণিজ্য ঘাটতি হয়েছে ২ হাজার ২৩০ কোটি ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকা।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালান্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পণ্য বাণিজ্যে বাংলাদেশের ঘাটতির পরিমাণ হয়েছে ২ হাজার ২৩০ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময় ছিল ১ হাজার ২৩৫ কোটি ৯০ লাখ ডলার।
এদিকে আমদানির তুলনায় পণ্য রফতানি কম হওয়ার কারণে বরাবরই বাংলাদেশ বাণিজ্য ঘাটতির মধ্যে থাকে। উল্টো করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমদানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমদানি-রফতানির মধ্যে বড় ব্যবধান সৃষ্টি হয়েছে। এর ফলে বড় বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ।
আরও পড়ুন: চলতি অর্থবছরে জিডিপি হতে পারে ৬.৯ শতাংশ
কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রফতানি বেড়েছে ৩০ শতাংশ। অপরদিকে আমদানি বেড়েছে ৪৭ শতাংশ। আলোচিত আট মাসে রফতানি থেকে দেশ আয় করেছে ৩ হাজার ২০৭ কোটি ডলার। অপরদিকে পণ্য আমদানি করতে ব্যয় হয়েছে ৫ হাজার ৪৩৮ কোটি ডলার। আমদানি ব্যয় থেকে রফতানি আয় পৃথক করলে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ২ হাজার ২৩০ কোটি ডলার।
সাননিউজ/এমএসএ