নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক ও দেশে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি স্বর্ণমুদ্রার দাম বাড়িয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ শীর্ষক স্বর্ণ স্মারক মুদ্রা এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
এতে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণ দ্বারা প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্বর্ণ স্মারক মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয় মূল্য ৬০ হাজার টাকা পুর্ননির্ধারণ করা হলো।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধিজনিত কারণে স্মারক মুদ্রার এ মূল্য বৃদ্ধি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর করা হবে।
সান নিউজ/সালি