বাণিজ্য

বাজারে এল দেশে নির্মিত কথা বলা গাড়ি!

চট্টগ্রাম প্রতিনিধি :

অবশেষে দেশে উৎপাদিত মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের এক্স ৭০ মডেলের ‘টকিং গাড়ি’ বাজারে এসেছে। গাড়িতে বসে কিছু জিজ্ঞেস করলেই এর জবাব দেবে গাড়িটি।

গত ২১ জুন নগরীর শুলকবহর এশিয়ান হাইওয়ে সংলগ্ন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইল লিমিটেড পিএইচপি-প্রোটন শো-রুমে সর্বাধুনিক সব প্রযুক্তির সংযোজনে তৈরি প্রোটন এক্স ৭০ মডেলের এ গাড়িটির পর্দা উন্মোচন করে।

এর আগে প্রোটনের বিভিন্ন মডেলের গাড়ি দেশের বাজারে এনে সাফল্য পেয়েছে পিএইচপি ফ্যামিলি।

এরইমধ্যে টকিং গাড়িটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে। স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালস (এসইউভি) ক্যাটাগরির প্রোটন এক্স ৭০ গাড়িতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সংযোগ, যা গাড়ি প্রেমীদের দেবে নতুন ধরনের ড্রাইভিং অভিজ্ঞতা।নতুন কোনো জায়গা না চিনলেও চিন্তার কোনও কারণ নেই। মুখে বললেই গন্তব্যে নিয়ে যাবে এই গাড়িটি।

এ গাড়িতে বসে মুখে নির্দেশনা দিলে স্বয়ংক্রিয়ভাবে সেসব কাজ হয়ে যাবে। মুখে কোনো বিষয়ে সাহায্য চাইলে জবাব দেবে গাড়িটি। বৃষ্টি এলে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে গাড়িটির উইপার্স। এছাড়া শ্রবণ প্রতিবন্ধী যে কেউ এ গাড়িটি চালাতে পারবেন। গাড়ি কোন লেনে চলছে, পথের নানা অসঙ্গতি শব্দের মাধ্যমে জানানো হবে চালককে।

এছাড়া চলতি পথে কোন পয়েন্টে রয়েছেন ৩৬০ ডিগ্রিতে স্যাটেলাইটের মাধ্যমে মনিটরে দেখাবে আপনাকে। গাড়িতে উঠলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে দরজা। নামতে চাইলে মুখে বললেই দরজা খুলে যাবে।

পিএইচপি অটোমোবাইলের সংযোজিত এ গাড়িতে আরো রয়েছে দেড় লিটারের টার্বো ইঞ্জিন, ম্যানুয়েল মোডসহ সেভেন-স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন, প্যানারমিক সানপ্রুপ, ৩৬০ ক্যামেরা অ্যান্ড পার্কিং সেন্সর, অটো ডুয়েল জোন এয়ার-কন্ডিশনিং, ছয়টি এয়ারব্যাগ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ও এয়ার পিউরিফায়ার সিস্টেম। এছাড়া দুর্ঘটনায় সতর্কতা করা ছাড়াও নিরাপত্তা দেবে এ গাড়ি।

প্রোটন এক্স ৭০ মডেলের ব্র্যান্ড নিউ ২০২০ মডেলের এ গাড়িটি কিনলে পাঁচ বছরের ওয়ারেন্টি ও দেড় লাখ মিটারের বিপরীতে ফ্রি সার্ভিস দেয়া হবে। এছাড়া পাঁচ বছরের ‘বাই ব্যাক অফার’ ও ‘রিপ্লেস কার’ সুবিধাও রয়েছে।

পিইএইচপি’র চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাংলাদেশে প্রথম প্রোটন এক্স ৭০ গাড়িটি আমরা এনেছি। গাড়িটি দেখতে সুন্দর ও আরামদায়ক। আশা করছি এ গাড়িটি সুলভ মূল্যে সবার কাছে পৌঁছাতে পারবো।

পিইএইচপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে। ভোক্তার পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবেশ দূষণ রোধ করবে এ গাড়িটি।

পিএইচপি অটোমোবাইলের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের শো-রুমে প্রোটন এক্স ৭০ গাড়িটি টেস্ট ড্রাইভের সুযোগ রয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ মহসিন বলেন, আধুনিক ফিচার সমৃদ্ধ তিন ধরনের গাড়িটি ক্রয় মূল্য প্রিমিয়াম-৪১ লাখ ৯৮ হাজার ৮শ’, এক্সিকিউটিভ-৩৯ লাখ ৯৮ হাজার ৮শ’, স্টান্ডার্ড- ৩৭ লাখ ৯৮ হাজার ৮শ’ টাকা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

আজ বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-বেলজিয...

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে 

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় ত...

বিশ্বে বায়ুদূষণে আজ ২য় স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে বায়ুদূষণ...

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আজ সারা দিনের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অস্থায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা