দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও কমেছে ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম।
মঙ্গলবার (১৫ মার্চ) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে একদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজে কেজি প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকা দরে। এছাড়া দেশি পেঁয়াজ ৩ থেকে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা দরে।
হিলি কাস্টমস সূত্রে জানা যায়, সোমবার ভারতীয় ৪১টি ট্রাকে করে এক হাজার ১৭৫ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে।
আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ
অপরদিকে এক দিন আগেও বন্দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮ থেকে ২০ টাকায়। এছাড়া দেশি পেঁয়াজ বিক্রি হয় ২৫ টাকা কেজি দরে। আমদানি বাড়ার কারণে দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সাননিউজ/এমএসএ