নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গিয়েছে চাহিদা কমায় দফায় দফায় কমছে আমদানি করা পেঁয়াজ ও রসুনের দাম। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকায়। আর রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়।
বুধবার (২৪ জুন) বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৪৫ থেকে ৫০ টাকা, যা গতকাল ছিল ৫০ থেকে ৫৫ টাকা। আর আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, যা গতকাল ছিল ২৫ থেকে ৩০ টাকা কেজি এবং শুক্রবার ছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি। অর্থাৎ চলতি সপ্তাহে দু'দফায় আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে।
এদিকে বাজার ও মানভেদে আমদানি করা রসুনের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা, যা আগে ছিল ১২০ থেকে ১৩০ টাকা।
সান নিউজ/ আরএইচ