সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকা ইস্ট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ
বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন ব্যাংকের ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহমুদুর রহমান ও মোঃ মাকসুদুর রহমান।
আরও পড়ুন: বাবার সঙ্গে অভিমান, ৯ বছরের শিশুর আত্মহত্যা
এছাড়া এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মোঃ আমিনুর রহমান এবং মোঃ শামসুদ্দোহা। সম্মেলনে দুই জোনের অধীন শাখাসমূহের প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।
সান নিউজ/এমকেএইচ