নিজস্ব সংবাদদাতা: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, জিনিসপত্রের দাম বেড়েছে বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা করে না। অন্য দেশে যে যে পণ্যে দাম বেড়েছে তা উনি কমাতে পারবে না। দেশের উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন:রাশিয়ার মুখে একা ছেড়েছে পশ্চিমারা
তিনি আরও বলেন, হুহু করে পণ্যের দাম যেভাবে বেড়েছে তা নিয়ন্ত্রণ করা হবে। ট্যাক্স রিভেট দিবো, ভ্যাট মাফ করবো, বিদেশ থেকে বিনাশুল্কে খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: পুতিনকে যুদ্ধ থামাতে বললেন ম্যাক্রোঁ
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না। শক্ত হাতে ধমন করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে সরকার।
আরও পড়ুন: পুতিনকে মোদির ফোন
৮৫ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।
সান নিউজ/ এইচএন