নিজস্ব সংবাদদাতা: আগামীকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে দেশের পুঁজিবাজারের লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার।
সাইফুর রহমান মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, একুশে ফেব্রুয়ারি পুঁজিবাজার বন্ধ থাকবে। কারণ এদিন সরকারি ছুটি, ফলে ব্যাংক বন্ধ থাকে। পাশাপাশি দেশে এবং বিদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। তাই দিবসটি উদযাপনের জন্য সোমবার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুঁজিবাজারের পাশাপাশি দিবসটি উপলক্ষে ব্যাংক-বীমাসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন: নির্মাণে ভোগান্তি বাড়াবে নতুন নির্দেশনা
তিনি আরও জানান, আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) যথারীতি পুঁজিবাজারে লেনদেন চলবে।
সান নিউজ/ এইচএন