বিভাস দত্ত, ফরিদপুর: বাজারে ফুলের সরবরাহ কম আর চাহিদা বেশি। যে কারণে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বেশি টাকা। গত বছর যে ফুল আমরা কিনেছি ১০০ পিস ১২০০ টাকা করে এবার তার দাম দাঁড়িয়েছে ২৬ শ টাকা।
তাছাড়া লকডাউন, মহামারী করোনা, ঘন কুয়াশার কারণে ও এবার ফুলের দাম বেশি। কথাগুলো বললেন ফরিদপুর নিউ মার্কেটের সামনের ফুটপাতে ফুলে ব্যবসায়ী শাহ আলম মোল্লা।
তিনি জানান, এ বছর মহামারী করোনা এবং বাজে আবহাওয়ার কারণে খামারিরা ফুল চাষ করতে অনেকটা অনীহা প্রকাশ করলেও পরবর্তীতে ফুলের চাষ করেছে। যে কারণে আপনারা বাজার এ কিছু ফুল দেখতে পারছেন।
এদিকে, ভালোবাসা দিবসের অন্যতম উপাদান হচ্ছে ফুল। কিন্তু বাজার ঘুরে দেখা গেছে প্রত্যেকটা ফুলের দাম বাড়তি। রোববার রাতে যে গোলাপ বিক্রি হয়েছে ২৫ টাকা আজ সকালে তা বিক্রি হচ্ছে ৩৫ টাকা।
আরও পড়ুন: বিশ্বে তেলের দাম বৃদ্ধিতে রেকর্ড
একইভাবে অন্যান্য জাতের ফুলের দাম ও অপেক্ষাকৃত বেশি বিক্রি হচ্ছে। শুধুমাত্র গাধা ফুল বাদে সবকটা ফুলের দাম বৃদ্ধিতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থা চলবে বলে দোকানিরা জানান।
সান নিউজ/এমকেএইচ