নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে আরও ২৭ টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) থেকে নতুন যোগ হওয়া এ প্রতিষ্ঠানগুলোকে সূচক গণনায় বিবেচনায় নেয়া হবে। এদিকে বাছাই করা ৩০ প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক থেকে ৫ টি প্রতিষ্ঠান বাদ যাচ্ছে এবং নতুন ৫ টি যোগ হচ্ছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: এক বছরে সড়কে ঝরল ৭৮০৯ প্রাণ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১১ টি প্রতিষ্ঠানের লেনদেনের ভিত্তিতে বর্তমানে স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স গণনা করা হয়। রোববার থেকে সেখানে আরও ২৭টি প্রতিষ্ঠান যুক্ত হবে। সেদিন থেকে ডিএসইএক্স সূচক গণনা করা হবে ৩৩৮টি প্রতিষ্ঠানের লেনদেনের ভিত্তিতে। নতুন করে যে ২৭ টি প্রতিষ্ঠান ডিএসইএক্স সূচকে যুক্ত হচ্ছে সেগুলো হলো রহিমা ফুড, প্রিমিয়ার সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, তমিজউদ্দিন টেক্সটাইল, মতিন স্পিনিং, সোনালী লাইফ ইনস্যুরেন্স, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, হা-ওয়েল টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, মুন্নু ফেব্রিক্স, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইনস্যুরেন্স, ডমিনেজ স্টিল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ মনস্পুল পেপার, ই-জেনারেশন, দেশ জেনারেল ইনস্যুরেন্স, আরামিট সিমেন্ট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, ফার্স্ট ফিন্যান্স, মিথুন নিটিং, জিলবাংলা সুগার মিলস, ইনডেক্স এগ্রো, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পিইটি।
এ দিকে ডিএস-৩০ সূচকে যুক্ত হওয়া নতুন ৫টি প্রতিষ্ঠান হচ্ছে - ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রিড ও ফরচুন সুজ। তবে ওই সূচক থেকে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে যে ৫ টি প্রতিষ্ঠান বাদ যাচ্ছে, সেগুলো হচ্ছে কনফিডেন্স সিমেন্ট, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্মি ল্যাবরেটরিজ ও ইফাদ অটোস।
আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠন আইন সংসদে উত্থাপন
এ বিষয়ে ডিএসই জানিয়েছে, বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে প্রধান সূচক ডিএসইএক্সে নতুন ২৭ টি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। অর্ধবার্ষিক তথা গত জুলাই থেকে ডিসেম্বরের মূল্যায়নের ভিত্তিতে ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এ মূল্যায়ন করা হয়েছে এসঅ্যান্ডপি ডাও জোন্সের তৈরি করা নীতিমালা অনুযায়ী।
সান নিউজ/এনএএম