নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছর ২০২২ সালের প্রথম কর্মদিবস রোববার (২ জানুয়ারি) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনেদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২ জানুয়ারি) ডিএসইতে ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৭ কোটি ৬৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৮১ লাখ টাকার।
রোববার (২ জানুয়ারি) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৫৩ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে।
রোববার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৪টির, দর কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৪০৬ পয়েন্ট। এদিন সিএসইতে ২৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান নিউজ/এনএএম