নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। ২০২২-২০২৩ মেয়াদের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার জেবুন্নেসা আলো।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী গোলাম সামদানী, মেহেদী হাসান আলবাকার ও আমিরুল ইসলাম নয়ন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সিএমজেএফের নিজস্ব কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের প্রধান প্রতিবেদক গিয়াস উদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ প্রতিবেদনের এম সাইফুল। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়াজ মাহমুদ সোহেল। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জাগো নিউজের সাইদ শিপন।
কমিটির পাঁচ সদস্যের নির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন কালের কন্ঠের রোকন উদ্দিন মাহমুদ, বিজনেস স্ট্যান্ডার্ডের রফিকুল ইসলাম, যমুনা টিভির আলমগীর হোসেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বাবুল বর্মন। সদস্য পদে যৌথভাবে পঞ্চম হয়েছেন ঢাকা প্রতিবেদনের হুমায়ন কবীর বাবু ও নিউএজের মোস্তাফিজুর রহমান।
সিএমজেএফ এর নতুন সভাপতি জিয়াউর রহমান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ইকোনমিক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর প্রাক্তন সাধারণ সম্পাদক। তিনি ২০০৩ সালে দৈনিক সংবাদে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক যুগান্তরে সিনিয়র রিপোর্টার, দৈনিক সমকালে বিশেষ প্রতিনিধি ও অধুনালুপ্ত দৈনিক সকালের খবরে বিজনেস এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সান নিউজ/এনএএম