নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে আবাসন মেলা ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১’। ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে চার দিনব্যাপী এ মেলা চলবে। এবারের মেলায় দেশসেরা আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি আর্থিক ও বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ মোট ৭১ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই রিহ্যাব মেলা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, করোনা পরিস্থিতি কাটিয়ে আবাসন খাত খুব ভালো করছে। সরকারের পক্ষ থেকেও যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। আবাসন খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট সহযোগিতা করেছেন। বিশেষ করে যারা হাউজিং ব্যবসা ও কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত আছেন তাদের সহযোগিতা করেছেন। আশা করছি এ সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
আরো উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী, রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-১ কামাল মাহমুদ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল হক চৌধুরী, রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান এবং ফেয়ার মিডিয়া কমিটির চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর প্রমুখ।
উল্লেখ্য, মেলায় চট্টগ্রামবাসীর জন্য আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পূর্বাচল আমেরিকান সিটি। রিহ্যাব ফেয়ার চট্টগ্রামের গোল্ড স্পন্সর প্রতিষ্ঠানও ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেড।
মেলা উপলক্ষে রয়েছে দুর্দান্ত সব অফার। যারা মেলায় এককালীন মূল্যে প্লট বুকিং দেবেন তাদের জন্য ২৫ শতাংশ ছাড় দেয়া হবে। পাশাপাশি যারা কিস্তিতে প্লট বুকিং দেবেন তাদের জন্য সাড়ে ১২ শতাংশ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। পূর্বাচল আমেরিকান সিটিতে রেডি প্লট বিক্রি করা হচ্ছে। যেখানে এখনই বাড়ি করতে পারবে ক্রেতারা।
সান নিউজ/এনএএম