নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনার কারণে মানুষ আজ অনলাইনের দিকে ঝুঁকছে। নিজেদের যাবতীয় কেনাকাটাসহ নানা ধরনের কাজ করছে এই অনলাইনে। চালডাল, ইভ্যালি, দারাজ, পাঠাওসহ বিভিন্ন অনলাইননির্ভর প্রতিষ্ঠানের ব্যবসা এখন তুঙ্গে।
বর্তমানে এসব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পণ্য কেনাকাটা করলে কোনো ভ্যাট দিতে হয় না। আগামী অর্থবছরে অনলাইনে ব্যবসার ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ হতে পারে। এ ছাড়া কিছু বিলাসপণ্যে কর বাড়ানো হতে পারে। বাড়তে পারে গাড়ি নিবন্ধনের ফি।
সূত্রে জানা গেছে, করোনা সম্পর্কিত চিকিৎসাসামগ্রীর আমদানি শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে। একই সঙ্গে হাসপাতালগুলোতে আইসিইউ ও ভেন্টিলেটর আমদানিতে থাকবে কর রেয়াত। এ ক্ষেত্রে অগ্রিম কর অব্যাহতির ঘোষণা থাকতে পারে বাজেটে। পাশাপাশি দেশে করোনাভাইরাসে সুরক্ষা দেয় এমন সামগ্রী তৈরি করলে কর অব্যাহতি দেওয়া হবে।
সান নিউজ/ আরএইচ