আন্তর্জাতিক ডেস্কঃ তরমুজ গোত্রের ইউবারি মেলন ফলটির দাম আকাশছোঁয়া। এই ফলটি সাধারণত জাপানের এক বিশেষ বর্গের মানুষের কাছে বিক্রি করা হয়।
তবে এই ফল দেশটিতে মিললেও সহজলভ্য নয়। অনেকের দাবি এই ফলটি বিশ্বের দামি ফল। এই ফলটি কিনতে হলে প্রতিকেজিতে গুনতে হবে প্রায় ২৩ লাখ টাকা। জানা যায়, সারা বছর ফলন হওয়া ফলটি তিন মাস ১০ দিনে বড় হতে সময় নেয়।
এই বিলাসবহুল ফলটি এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়। দুই বছর আগে এ ফলটি প্রতি জোড়া বিক্রি হতো ৪৫ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৮ লাখ।
সান নিউজ/এমএইচ