নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদে ইভ্যালিসহ ই-কমার্স গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (৭ নভেম্বর) এ আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ।
সেই সাথে ৬০ দিনের মধ্যে গ্রাহকদের টাকা ফেরতের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে।
ইভ্যালির ২১ জন গ্রাহকের রিটের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশফাকুর রহমান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
গত ২৪ অক্টোবর এ রিট করেন ২২ গ্রাহক। ইভ্যালিতে অর্ডার করে তাদের ২ কোটি ৬১ লাখ টাকা বিকাশ ও নগদে আটকে পড়েছে।
সান নিউজ/এনএএম