নিজস্ব প্রতিনিধি: ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মো. শওকত জাহান খান পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী আগামী জানুয়ারি থেকে এই পদত্যাগপত্র গৃহীত হবে।
ডিএসইর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার মঙ্গলবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিআরও শওকত জাহান খান ডিসির কাছে পদত্যাগপত্র দিয়েছেন।
গত ১ সেপ্টেম্বর শওকত জাহান খান (এফসিএমএ) ডিএসইর সিআরও হিসেবে যোগদান করেন। যোগদানের মাত্র ২ মাস পর তিনি পদত্যাগ করলেন। গত ৩ অক্টোবর চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারীর পদত্যাগের এক মাস পর ডিএসইর সিআরও পদত্যাগ করলেন।
২০২০ সালের ৫ জানুয়ারিতে অসুস্থতার কারণে একেএম জিয়াউল হাসান সিআরও থেকে পদত্যাগ করেন। এরপর থেকে এই পদটি শূন্য হয়।
সাননিউজ/এমআর