নিজস্ব প্রতিবেদক: দেশের দুই পুঁজিবাজারই প্রধান সূচক কমে বড় পতনের মুখ দেখলো। কমেছে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট দর।
তবে আশার খবর হচ্ছে সূচক কমলেও লেনদেন আগের কার্যদিবস থেকে সামান্য বেড়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) ডিএসইতে ১ হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯৫৪.৩৫ পয়েন্টে।
ডিএসইর ৩৭৬ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৪৭, দর কমেছে ২০১ এবং ২৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনে শেষ হয়েছে আজকের অর্থনৈতিক কার্যক্রম।
সান নিউজ/এফএইচপি