নিজস্ব প্রতিবেদক: আগের দিন লেনদেনে ধস নামলেও আজ মঙ্গলবার (২ নভেম্বর) সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। প্রথম ঘণ্টাতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
৬ হাজার ৯৯৮ পয়েন্ট থেকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয়ে ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বাড়ায় ১৪৮২ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বাড়ায় ২৬২৯ পয়েন্টে অবস্থান করছে।
দাম বেড়েছে ২৩৫ কোম্পানির, দাম কমেছে ৮০ এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪০ কোম্পানির শেয়ারের।
আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে।
সান নিউজ/এফএইচপি