নিজস্ব প্রতিবেদকঃ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে আটকে থাকা টাকা ফেরত না দেওয়ার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার (১ নভেম্বর) এই রুল জারি করেন। এবং ব্যারিস্টার সাবরিনা জেরিন এই রিটের পক্ষে শুনানি করেন।
এর আগে ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) গ্রাহকদের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন।
রিটে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ই-কমার্সে পণ্য অর্ডার করে পাননি এমন গ্রাহকদের অর্থ কেন ফেরত দেওয়া হবে না তা জানতে চেয়ে প্রতিকার চাওয়া হয়। একইসঙ্গে আরও গ্রাহকের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাওয়ার স্থায়ী পদ্ধতি কেন চালু করা হবে না?
সান নিউজ/এমএইচ