নিজস্ব প্রতিবেদকঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, অনিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে । তিনি আরও বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধন না করলে ব্যবসা থেকে ‘আউট’ হয়ে যাবে।
সোমবার (২৫ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-কমার্স নিয়ে এক বৈঠক শেষে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানের সব ব্যবসায়ীকে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। যারা নিবন্ধন করবে না, তারা ব্যবসা থেকে আউট হয়ে যাবে। তবে এ নিবন্ধন করতে কোনো খরচ হবে না।
মন্ত্রী আরও জানান, ই–কমার্সের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ২১৪ কোটি টাকা ফেরতের ব্যবস্থা হচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরে আসবে।
সান নিউজ/এমএইচ