নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার (২০ অক্টোবর) ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২০ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন থেকে বুধবার (২০ অক্টোবর) ছুটি ঘোষণা করে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি মঙ্গলবারের (১৯ অক্টোবর) পরিবর্তে বুধবার (২০ অক্টোবর) করা হলো।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শেয়ারবাজার বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে শেয়ারবাজারের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
সান নিউজ/এনএএম