পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ২য় কার্যদিবস সোমবার (১৮ অক্টোবর) সূচক ও লেনদেন দুটোই কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই ইনডেক্স ৮৯.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭০৯৭.২৭ পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও ধস নেমেছে।
সোমবার (১৮ অক্টোবর) লেনদেন হয়েছে ১ হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ টাকার। যা গতকালের চেয়ে ২৬১ কোটি ৫৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার।
ডিএসইতে সোমবার (১৮ অক্টোবর) লেনদেনকৃত ৩৭৪ প্রতিষ্ঠান ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ৩৩, কমেছে ৩২৪ এবং অপরিবর্তিত রয়েছে ১৭ কোম্পানির শেয়ারদর।
অপর শেয়ার বাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ টাকার।
সান নিউজ/এনএএম