নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন।
সোমবার (১৮ অক্টোবর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বেলা এগারোটা ২৫ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৬৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৬৯৬ ও ১৫৪৩ পয়েন্টে।
দিনের এ সময় পর্যন্ত ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দরবৃদ্ধি পেয়েছে ১৩১ কোম্পানির এবং দর কমেছে ১৮০ কোম্পানির। এছাড়া দর অপরিবর্তিত রয়েছে ৫৯ কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১০১ পয়েন্ট। একই সময়ে সূচকটি ২০ হাজার ৯২১ পয়েন্টে অবস্থান করে।
সান নিউজ/এফএইচপি