নিজস্ব প্রতিবেদক: স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে টাটা। টাটা বাংলাদেশের হৃদয়জুড়ে রয়েছে। টাটার সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তারা অনেক ভালো করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (১৭ অক্টোবর) ঢাকার সোনারগাঁও হোটেলে টাটা ইন্ট্রা পিকআপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের ভালো চান। এছাড়া ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আর পাঁচজন রাষ্টদূতের মতো নন। তিনি বলার জন্য বলেন না। বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার চান। দেশকে এগিয়ে নিতে চান। তিনি দেশে আসার পরই আমি দেখা করেছিলাম, যা বলেছেন সবই বাস্তবায়ন করছেন।
দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদান তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। মানুষের জীবন-জীবিকার উন্নয়নে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে ভারতের চেয়ে অনেক অংশে বাংলাদেশ এগিয়ে। মাথাপিছু আয় ও প্রবৃদ্ধিতে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে।
বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল একটি দেশ। বাংলাদেশের সব ধরনের উন্নয়নে সঙ্গী হতে চায় ভারত। সেই ধারাবাহিকতায় দুই দেশ এগিয়ে যাচ্ছে। নতুন নতুন যে কোনো ব্যবসার প্রসারে বাংলাদেশের পাশে থাকবে ভারত।
এসময় উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদসহ সংশ্লিষ্টরা।
সান নিউজ/এনএএম