নিজস্ব প্রতিনিধি, দিনাজপুরঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে টানা ছয় দিন বন্ধ থাকার পর রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়।
বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রোববার সকাল থেকে আবারও সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
সান নিউজ/এমএইচ