নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। চার দিনের ব্যবধানে কেজিতে ৬০ টাকা কমে প্রতিকেজি কাঁচা মরিচ এখন ৬০ টাকা।
আমদানি বন্ধ থাকলেও বাজারে দেশিয় কাঁচা মরিচের সরবরাহ থাকায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা।
স্থলবন্দর ও বাজার ঘুরে জানা যায়, সরবরাহ বেড়ে যাওয়ায় চার দিনের ব্যবধানে মরিচের দাম কমতে শুরু করেছে। গেল চারদিন আগে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতারা বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকায় বাজারে এলসির কোনো কাঁচা মরিচ নেই, যা আছে সব দেশি মরিচ। বাজারে মরিচের সরবরাহ বাড়ার কারণে দামও অনেক কমে গেছে। দেশের বিভিন্ন স্থানে খরা মৌসুমের কারণে কাঁচা মরিচ উঠতে শুরু করেছে, যে কারণে দামও কমে যাচ্ছে।
সান নিউজ/এফএইচপি