নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংকের শেয়ার বিক্রি করা আগ্রহ নেই বিনিয়োগকারীদের। লেনদেন চলাকালীন সময় কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। ফলে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে শেয়ারটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার (১৩ অক্টোবর) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, মঙ্গলবার (১২ অক্টোবর) এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৭.১০ টাকায়। বুধবার (১৩ অক্টোবর) কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৯.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯.৮০ টাকায়। ফলে বুধবার (১৩ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ২.৭০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
সান নিউজ/এনএএম