পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১২ অক্টোবর) ব্লক মার্কেটে মোট ৩৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ৫০ হাজার ৬২০ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৭০ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
স্কয়ার ফার্মা ১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস কেবলস, বিকন ফার্মা, বেক্সিমকো, বারাকা পতেঙ্গা পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ঢাকা ডাইং,ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক, যমুনা অয়েল, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, কেডিএস এক্সেসরিজ, লাফার্জহোলসিম,এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মোজাফফর হোসেন স্পিনিং, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ন্যাশনাল ফিড মিল, এনআরবিসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, রানার অটো, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, সোনালী পেপার, শাইন পুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা ও সামিট পাওয়ার লিমিটেড।
সান নিউজ/এনএএম