বাণিজ্য
পুঁজিবাজার

লেনদেন বেড়েছে ১৫০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কিছুটা বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এ সময় বাজারে লেনদেন বেড়েছে ১৫০০ কোটি টাকা।

শনিবার (৯ অক্টোবর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১২ হাজার ৭২৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার টাকা। আগের সপ্তাহে তা ছিল ১১ হাজার ১৪৫ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩৩৪ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৫৭৯ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৪ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা। আলোচ্য সময়ে দৈনিক গড় লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি ২৭ লাখ ৪৪ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫৮১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬ হাজার ৭০ কোটি টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৫ লাখ ৫ লাখ ৪ হাজার ৭২৮ কোটি টাকা। সিএসইতে বাজার মূলধন কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৬৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৯৩, কমেছে ২৭২ এবং অপরিবর্তিত রয়েছে ১৩ শেয়ার ও ইউনিট দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৯৭ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৪৪১ পয়েন্ট, সিএসসিএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৭৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫০১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে ৩৪৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৮৪, কমেছে ২৪৭ এবং অপরিবর্তিত রয়েছে ১৬ শেয়ার দর।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা