নিজস্ব প্রতিবেদক: সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সংক্রান্ত একটি চুক্তি ৭ অক্টোবর স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকএম. কামাল হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন।
এই চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংকের সকল শাখা এবং উপ-শাখায় গ্রাহকগণ অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) এর মাধ্যমে ট্যাক্স, ভ্যাট, পাসপোর্ট ফি এবং সরকারী অন্যান্য ফি জমা দিতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনএএম