নিজস্ব প্রতিনিধি, বরিশালঃ বরিশালের পাইকরী বাজারে পিঁয়াজের দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। খুচরা বাজারে দাম বেড়েছে আরও বেশি। ব্যবসায়ীরা বলছেন, মোকামে পিঁয়াজের দাম বেড়ে গেছে। তারা কেনা মূল্যের সাথে সামান্য লাভ রেখে পিঁয়াজ বিক্রি করছেন মাত্র।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে বরিশালের পিঁয়াজপট্টিতে দেশি পিঁয়াজ পাইকরী বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে এবং আমদানিকৃত পিঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকা দরে। খুচরা পর্যায়ে দেশি পিঁয়াজ ৬০ টাকা এবং এলসি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে।
এদিকে হঠাৎ করে পিঁয়াজের মূল্য কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ বাজারের দিকে সরকারের কোন নজরদারী না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত নিত্য পন্যের দাম বাড়াচ্ছে।
তাদের দাবি,বাজার নিয়ন্ত্রণে তারা সরকারকে কঠোর হতে হবে।
সান নিউজ/এমএইচ