নিজস্ব প্রতিনিধি, হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি ও মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে টানা দুই দিন বন্ধের পর আবারও স্বাভাবিক হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।
রোববার (৩ অক্টোবর) সকাল ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যদিয়ে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার এবং শনিবার গান্ধীজির ১৫২তম জন্মদিন উপলক্ষে তাদের সরকারি ছুটি থাকায় দুই দিন বন্ধ ছিল হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি। আজ (রোববার) সকাল থেকে আবারও যথা নিয়মে কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সেকেন্দার আলী জানান, অন্যান্য দিনের মতো হিলি চেকপোস্ট দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরছেন।
সান নিউজ/এমকেএইচ