নিজস্ব প্রতিবেদকঃ আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে রোববার (২৬ সেপ্টেম্বর) বেশির ভাগ কোম্পানি ও সূচকের দাম বেড়েছে।
জানা যায়, লেনদেনের প্রথম ১০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১৬ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১ দশমিক ৬৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৩ পয়েন্ট বেড়েছে।
২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয় ডিএসইতে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৩ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার।
সান নিউজ/এমএইচ